বাংলাদেশ   শুক্রবার ৯ জানুয়ারি ২০২৬, শুক্রবার ২৫ পৌষ ১৪৩২

খুব দ্রুতই ভেনেজুয়েলায় ফিরছেন মাচাদো

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২৬, ০৯:২৭ AM

খুব দ্রুতই ভেনেজুয়েলায় ফিরছেন মাচাদো

ছবি : সংগৃহীত

ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো জানিয়েছেন, তিনি যত দ্রুত সম্ভব দেশে ফিরে যেতে চান। একই সঙ্গে তিনি কারাকাসের অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের কঠোর সমালোচনা করেছেন।

বার্তা সংস্থা এএফপি জানায়, এক অজ্ঞাত স্থান থেকে ফক্স নিউজের সঞ্চালক শন হ্যানিটির সঙ্গে সাক্ষাৎকারে মাচাদো বলেন, ভেনেজুয়েলায় ফিরে জনগণের পাশে দাঁড়ানোই তার লক্ষ্য।

তিনি অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে প্রত্যাখ্যান করে বলেন, রদ্রিগেজ মাদুরো সরকারের সময় নিপীড়ন, দুর্নীতি ও মাদক পাচারের সঙ্গে জড়িত ছিলেন। তার দাবি, ভেনেজুয়েলার জনগণ রদ্রিগেজকে মানে না এবং বিরোধীদের পক্ষেই রয়েছে।

মাচাদো বলেন, স্বাধীন ও সুষ্ঠু নির্বাচন হলে বিরোধীরা বিপুল ব্যবধানে জয়ী হবে। তার ভাষায়, ‘এমন নির্বাচনে আমরা ৯০ শতাংশের বেশি ভোট পাব।’

তিনি আরও জানান, ভেনেজুয়েলাকে তিনি আমেরিকা মহাদেশের একটি গুরুত্বপূর্ণ জ্বালানি কেন্দ্রে পরিণত করতে চান এবং দেশের ক্ষতি করা সব অপরাধী কাঠামো ভেঙে ফেলা হবে। পাশাপাশি দেশ ছাড়তে বাধ্য হওয়া লাখো ভেনেজুয়েলানকে আবার দেশে ফিরিয়ে আনার অঙ্গীকারও করেন তিনি।

মাচাদো গত ডিসেম্বরে নরওয়ের ওসলো শহরে ছিলেন, সেখানে তিনি নোবেল শান্তি পুরস্কার গ্রহণের জন্য গিয়েছিলেন।

মাচাদো ভেনেজুয়েলা

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!