ছবি: সংগৃহীত
মমতা ব্যানার্জী শুক্রবারের মিছিলে
কয়লা পাচারের একটি মামলায় তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা সংস্থায় তল্লাশি চালানোর সময়ে বৃহস্পতিবার যেভাবে মমতা ব্যানার্জী গিয়ে সেখান থেকে বেশ কিছু ফাইল নিয়ে বেরিয়ে আসেন, তাতে তিনি কোনো অন্যায় করেননি বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।
তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা সংস্থা 'আই-প্যাক'-এর দফতর আর সংস্থাটির মালিক প্রতীক জৈনের বাড়িতে বৃহস্পতিবার সকাল থেকে কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি ওই তল্লাশি চালাচ্ছিল।
সেই তল্লাশির মধ্যেই মমতা ব্যানার্জী দুটি ভবনেই যান এবং বেশ কিছু ফাইল ও হার্ড ডিস্ক নিয়ে বেরিয়ে আসেন প্রকাশ্যেই।
গতকালের মমতা ব্যানার্জীর ওই ফাইল এবং কম্পিউটার হার্ড ডিস্ক সরিয়ে নিয়ে যাওয়ার নাটকীয় ঘটনার পর তা নিয়ে শুক্রবারও কলকাতা আর দিল্লি ছিল ঘটনাবহুল।
শুক্রবার ইডি-র তল্লাশি অভিযানের বিরুদ্ধে রাস্তায় নেমেছিলেন মমতা ব্যানার্জী নিজেই। দীর্ঘ এক মিছিলের শেষে এসে মমতা ব্যানার্জী বক্তৃতায় বলেন, তিনি গতকাল যা করেছেন, সেটা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন হিসাবে করেছেন, কোনো অন্যায় তিনি করেননি।
অন্যদিকে, মমতা ব্যানার্জী যেভাবে, তাদের ভাষায় 'গুরুত্বপূর্ণ সাক্ষ্যপ্রমাণ' সরিয়ে নিয়ে গেছেন, তা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছে ইডি।
শুক্রবার মামলাটির শুনানি হওয়ার কথা থাকলেও এজলাসে ভিড় বেশি থাকায় বিচারপতি মামলা না শুনেই উঠে যান। ওই মামলায় মমতা ব্যানার্জীকেও যুক্ত করেছে ইডি। আবার তৃণমূল কংগ্রেস নেত্রী ও তাদের দলের পরামর্শদাতা সংস্থা পাল্টা একটি মামলা করেছে ইডির বিরুদ্ধে।
দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর দফতরের সামনে তৃণমূল কংগ্রেসের আটজন সংসদ সদস্য বিক্ষোভ দেখানোর সময়ে পুলিশ তাদের টেনে হিঁচড়ে সরিয়ে নিয়ে যায়।
মমতা ব্যানার্জী তৃণমূল কংগ্রেস ভারত
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!