বাংলাদেশ   শনিবার ১০ জানুয়ারি ২০২৬, শনিবার ২৬ পৌষ ১৪৩২

নারকেল দুধে মুরগির আস্ত রোস্টের রেসিপি

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ০৯ জানুয়ারি ২০২৬, ০১:২০ PM

নারকেল দুধে মুরগির আস্ত রোস্টের রেসিপি

ছবি: সংগৃহীত

নারকেল দুধে মুরগির আস্ত রোস্ট

উপকরণ:

প্রথমেই আস্ত মুরগি পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে...

  • মুরগি ১টি

  • জর্দার রং ১ চা-চামচ

  • লবণ পরিমাণমতো

  • তেল ৪ টেবিল চামচ

  • গরমমসলার গুঁড়া ১ চা-চামচ

  • জয়ফল–জয়ত্রীগুঁড়া আধা চা- চামচ

  • মরিচগুঁড়া আধা চা-চামচ

  • আদাবাটা ১ টেবিল চামচ

  • রসুনবাটা দেড় চা-চামচ

  • এলাচি, দারুচিনি

  • তেজপাতা ৫-৬টি

  • বাদামবাটা ১ টেবিল চামচ

  • নারকেলের দুধ আধা কাপ

  • বেরেস্তাবাটা ১ চা-চামচ

  • ঘি ২ টেবিল 

 

প্রণালি:

মুরগি সেদ্ধ হয়ে তেল ওপরে উঠে এলে ভাজা বেরেস্তা ও ঘি দিয়ে ২-৩ মিনিট পর চুলা থেকে নামিয়ে নিন ছবি: কবির হোসেন

  • আস্ত মুরগি পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে।

  • সামান্য জর্দার রং ও লবণ মেখে আস্ত মুরগি হালকা ভেজে নেবেন।

  • ভাজা তেলে সব গুঁড়া ও বাটা মসলা, বাদামবাটা, গরমমসলা কষিয়ে মুরগি ও নারকেলের দুধ দিয়ে ঢেকে দিন।

  • মুরগি সেদ্ধ হয়ে তেল ওপরে উঠে এলে ভাজা বেরেস্তা ও ঘি দিয়ে ২-৩ মিনিট পর চুলা থেকে নামিয়ে নিন

রেসিপি দিয়েছেন জেবুন্নেসা বেগম

মাংস দেশি খাবার রেসিপি

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!